জ্ঞানেতে পাবিনা কৃষ্ণ
পাবিনা বিজ্ঞানে
পাবিনা কৃষ্ণ তুই
সাধন ভজনে।
     যদিনা রাখিস
           ভক্তি তোর অন্তরে।


ভক্তি দেবী দেয়না ভক্তি
দেয়না সাধু জনে
কর্ম যদি না হয় নিষ্কাম
ভক্তি আসেনা জীবনে।


গয়া কাশী বৃন্দাবনে
পাবিনা কৃষ্ণ তুই-
খুঁজে কোন খানে
যদি না খুঁজে পাস
আপন হৃদয় মাঝারে।


অনন্ত কটি ব্রহ্মমান্ডের
মালিক হন যিনি
সবার হৃদয়ে বসত করেন তিনি।


নিজের মাঝে না পাইলে তারে
পাবিনা খুঁজে কোন খানে।।