দূর আকাশের দিকে তাকাও, সকাল সাঁঝে কিংবা রাতে
আকাশের নানা রং দেখ কথা বলো সূর্য্য, তারা, চাঁদের সাথে;
তাহলে ওরা তোমার খুব কাছের এবং আপন হবে।।


কথা বলো গৃহপালিত পশু কিংবা পাখিদের সাথে;
আদর করে ওদের গায়ে, হাত বুলিয়ে দাও
তাহলে ওরা তোমার খুব কাছের এবং আপন হবে।।


তুমি মন খুলে কথা বলো; পাহাড়,নদী, কিংবা বৃক্ষের সাথে
খুব কষ্ট পেলে ওদের কাছে কাঁদো আবার সুখের কথাটিও বলো,
তাহলে ওরা তোমার খুব কাছের এবং আপন হবে।।


কিন্তুু মানুষকে তুমি যতই অন্তরঙ্গ করনা কোন!
স্বার্থ ফুরালে মানুষ  তোমাকে কাঁদাবেই...!