বৃষ্টি এলো বৃষ্টি এলো
সবুজে ঘেরা গ্রামে
ভিজলো মাঠ ভিজলো ফসল
ভিজলো কাঁঠাল আমে।
.
ভরলো বিল পুকুর নদী
জমলো কাঁদা পথে
উঠলো মাছ ছল-ছলিয়ে
পুকুর ডোবা হতে।
.
খোকা ছুটলো খুকি ছুটলো
পেলা জাল নিয়ে হাতে
ধরলো মাছ মজা করে
নেমে বিলের ঘাটে।
.
ফুট-বল খেলা, উঠলো জমে
কাঁদা জমানো মাঠে
আষাঢ়ি বৃষ্টির নতুন কাঁদা
লাগলো সবার গাতে।
.
বৃষ্টি শেষে গ্রামের বাতাস
বইলো শীতল হয়ে
উঠলো রংধনু পূর্ব আকাশে
দেখলো সবাই চেয়ে।