রক্ত মাংসের দেহ খানি
মাটি দিয়ে গড়া
তার ভিতরে ইন্দ্র সঙ্গে
হয় বসত গড়া।।
জীবন পথে দেহ রথিই
চলার ভরসা
পূর্ণ করে মনের সব
সুখ স্বপ্ন আশা।।
তাই কাম বাসনায় মেতে
ভুলে যাই সদাই
ক্ষণিকের এই আশ্রয়
এই আছে এই নাই।।
প্রাণ পাখি গেলে চলে
এই দেহ ছেড়ে
মাটির দেহ মাটিই হবে
রইবে সে তো পরে...।।