সব চেয়ে গৌরবের শব্দ হলো 'বিজয়'-
শব্দটি আজ- বাংলার প্রতিটি মানুষের;
যা আমরা রক্তের বিনিময়ে আমাদের করেছি।।
.
সব থেকে শান্তির শব্দটি হলো 'মুক্তি'-
শব্দটি আজ- বাংলার মানচিত্র জুরে,
যা আমরা লক্ষ লাক্ষ জীবনের বিনিময়ে পেয়েছি।
.
সব চেয়ে আতঙ্কের শব্দ হলো 'পরাজিত শক্তি'-
শব্দটি আজ- বাঙ্গালীকে সদা সজাগ রাখে;
যা আমরা প্রতিহত করতে সর্বদা তৎপর।।
.
সব চেয়ে রুদ্ধ শব্দ হলো 'পরাধীনতা'-
শব্দটি আজ- বাঙ্গালীর কাছে ইতিহাস;
যা আমারা স্বরণ করি, গভীর কষ্টের সাথে।।
.
সব চেয়ে জঘন্য শব্দটি হলো 'রাজাকার'-
শব্দটি আজ- বাংঙ্গালীর কাছে চির ঘৃণিত
যা আমারা সমাজ থেকে উপরে ফেলতে চাই।।
.
সবচেয়ে নিলর্জ শব্দ হলো 'রাজাকার ভক্ত'-
শব্দটি আজ- বাঙ্গালীকে দুষিত করছে
যা আমরা সামাজ থেকে দূরে রাখতে চাই।।
.
রচনা কাল:
১৫/১২/২০১৬
স্হান:কাজিপুর, সিরাজগঞ্জ
সন্ধ্যা কালে.....................*