কোন বৃক্ষের শাখা আমি
কোথায় আমার মূল!
কার ইচ্ছায় আমার শাখে,
ফোটে রঙ্গিন ফুল।।
.
কত ফুল ফোটাই আমি
নিজের মত করে
ফুলের পরে শাখায় শাখায়
কত ফল ধরে।।
.
ফুলের সৌন্দর্য আমার হয়;
ফলে অধিকার নয়,
ফল সে তো শুধুই বৃক্ষের
ফলেই বৃক্ষের পরিচয়।