প্রবাস জীবন
- কল্যাণ চন্দ্র রায়


এসি রুমে বসে আমি মৃদু ঘামে ভিজি
যখন প্রবাসে বসে স্বদেশ'রে ভাবি।
স্মৃতির পাতাতে মম প্রিয় মুখ খুঁজি
দু'নয়নে ভেসে ওঠে স্বজনের ছবি।
জীবীকার জন্য খাটি; দূর এ প্রবাসে
মম মন পরে থাকে আপন আলয়ে।
জীবন সদাই তাই প্রতিকূলে ভাসে
গোপনে বিরহে কাঁদি, বিদৃর্ণ হৃদয়ে।


তবু আমি রয়ে যাবো, প্রবাস জীবনে;
অটুট রাখবো হাসি স্বজনের মুখে।
ধুপকাঠি সম হই, কর্মের কারণে
ব্যথা ভুলে হেসে যাই, সংসারের সুখে।
দূর হতে শুধু চাই, সবে ভালো থাক-
বিরহ যাতই মম; হৃদয় পোড়াক।