শ্রাবণের এই বারিধারায়
ভিজছি আমি কিসের আশায়।


দাবানল  জ্বলে জ্বলে
থেমে যায় বৃষ্টি এলে
বিরহ অনল শুধুই পোড়ায়
নেভেনা কোন কালে।।


খেলছো তুমি নিঠুর খেলা
খোঁজছি তোমায় আমি একলা।


ঝড়ো হাওয়ার মতোই তুমি
মন ভেঙে দিলে
যাবেই যদি দূরে তবে;
কেন এসে ছিলে।।


ঝর্ণাধারা দুই নয়নে
ভাবছি তোমায় ক্ষণে ক্ষণে।  


কেমন করে বন্ধু তুমি
আমায় ভুলে গেলে
বেঁচে থাকা হবেনা আমার
তোমায় না পেলে।।