হিংসাক্ত ছোবলে তুমি বিষ দিলে ঢেলে
কৃষ্ণ বর্ণ হল দেহ বিষের প্রভাবে
ঢোলে পড়লাম আমি মরণের কোলে;-
পরাজয় বুঝি হল আজ এই ভবে।
.
জন্ম হতেই লড়ছি যুদ্ধে তব সাথে
হারাতে পারনি তুমি কখনো আমাকে
তাই আঘাত হানলে জীবনের রথে
কাপুরুষের মতই তো পিছন থেকে।
.
রাত্রি শেষে দিন আসে কালো সব মুছে
গ্রহণের শেষে সূর্য হাসে নিজ রুপে
ঝড়ে আহত গাছেও; নব পতা আসে
তাই বলি মিছে তুমি মেতনা বিদ্রুপে।
.
যতই করনা চেষ্টা পারবে না তুমি;
লক্ষ্যে পৌঁছাবই জেনো, বাঁধা ভেঙ্গে আমি।
.
অন্ত্যমিলঃ
কখকখ:গঘগঘ::ঙচঙচ:ছছ