এই পৃথিবী থেকে আমি বাদ হয়ে গেছি ...!
যেসব কৌতূহলী চোখ দীর্ঘদিন আমাকে দেখত, তাঁরাও
আমার অন্তসারশূন্য দেহটি এখন ধুঁকে ধুঁকে হাঁটে ৷
প্রায়শই আমি হেটেঁ যাই জারুলের ঝোপের পাশ দিয়ে
আর দেখি সবুজের মাঝেও পাতার ফাঁকে
ফিকে হয়ে যায় রোদ
কচি ডাব, জাম, শসার তরুন- তরুন ধাঁচে
আমি হেটেঁ যাই
পুবের আল ছেরে মহাসড়কে ৷
হিন্দু পাড়ায় বহুবার দেখেছি
জলাশয়ের ধারে দু'একটা গাছে ধরে
বেদমা ফল, ভেষজ, তরকারি ৷


পৃথিবীতে যা কিছু রসালো তার মধ্যে
নারী-ই উত্তম বটে ৷