বধূ পুকুর পাড়ে যত্ন করে
বাগান করেছে,
তাতে লাউ কুমড় শিম ডুমুর
কত কি ধরেছে।


বধূ বাগানটাকে দেখতে গিয়ে
অনেক কিছু এলো নিয়ে
স্বামী গেল হাটে,
কাঁচের চুড়ি দিয়ে হাতে
তরকারির ডালা নিয়ে সাথে
ঝনঝন করে কোটে।


শাকসবজি ধো ধো
কড়াইয়েতে সোঁ সোঁ
হলো এবার রান্না,
কোথায় গেলে এ স্বাদ পাবো
আরও খাবো আরও খাবো
ছেলে মেয়ের কান্না।


কত গল্প বধূর বাড়ি
কারও আবার একটু আড়ি
অল্পেই কত সুখ,
সন্তানেরা এলে তাই
সব দুঃখ ভূলে যায়
দেখলে স্বামীর মুখ।


কালকে আমি একটি মজার কবিতা প্রকাশ করব। ড্যাঁকড়া ও বোয়াল এর হাহাহা।