আসলে মানুষের জীবন একটা রেলগাড়ী
কখন পাব ইষ্টিশন
কখনই বা যাব বাড়ি।


আবার জীবন ঐ রেলগাড়ীর'ই
ছোট ছোট খোপ,
ভালো খোপে উঠতে চায় লেফে
এটাই সবার লোভ।


জীবন রেলগাড়ীর কালো ধোঁয়া
বারো আনা হেঁসে খেলে
যাবেও বুঝি পোয়া।


জীবন অসীম সাগরে
ছোট্ট একটা তরী,
খনিক সুখের মাঝে যেখানে
দুঃখ ভরি ভরি।


জীবন একটা লাইট
তাই যতক্ষন চার্জ
ততক্ষন ফাইট।


আর জীবন যখন একটা খাতা
চিন্তার বিষয় শেষ পাতা।