আজ ঘরে বসে মনে পড়ে
সেই শৈশব স্মৃতিগুলি
যায়না ভোলা মনে দেয় দোলা
কি করে বলো ভূলি৷
বাঁধ না মানা মন
পূজারী নতুনের তখন
নতুন সুরেই গেতাম,
সবুজ ঘাসে কে'না আসে
তবে আমি কেন ঘরে বসে
দৌড় দিয়ে যেতাম৷
সেদিন না ছিল শাসন
ছিলনা কোনই বারণ
কোথায় যাচ্ছি কেন যাচ্ছি
নেই জানা কারণ,
শুধু একটু স্মরণ
চাই নতুনের বরণ৷
সারা বিকেল গেল
গোধূলি এল
খোকা আমার কোথায় গেল
মা করছেন চিন্তা,
দেরি করেছে কি হয়েছে
ভয়কে খোকা জয় করেছে
নাচছে তাধিন ধিনতা৷
আর গাইছে তাইরে নারে
ওমন মুখের হাসি দেখে কি
মা রাগতে পারে?