গগনে উঠিল শশী ছড়িয়ে আলোর রশি
ঝলমলে তারা যেন খুশিতে কুটি কুটি।


ঘুগরার ঘ্যাঁন ঘ্যাঁনানিতে কানে লাগে ঝিঁঝিঁ
টিপটিপে জোঁনাকি নিশি ভর খোঁজে কি
আজোতো বুঝিনি।


পাড়ার পোলাপানে
পড়া লেখার ধ্যান ছেড়ে করে কত খেলা
আনন্দে মাতোয়ারা সারাখন সারা বেলা
আমাদের পাড়া যেন এক সুতাই বোনা।