তোমার মায়া মায়া মুখের মিষ্টি মধুর শ্রুতি
ঐ নিল নয়নের নেশায় হয়েছি আসক্তি
রুপের জালে জড়িয়ে নিরবে ছটফট করি।
মুখে হাসি কথায় সুখী
তবে যাতনা ভরা বুকের মাঝে মনটা আজো উগ্রপন্থি।


চনচলতা ছিল তার নীতি
আমাকে কাছে পেলে
আল্লাদে আটকানে ভালোবাসার পরশে
সে হতো মহা খুশি।


সবার চোঁখের আড়ালে
তার মাতানো নিঃশ্বাসের ছোয়াতে
রসালো ঠোট্টের মিষ্টি হাসি।
লাজ লজ্জার দোহায় ভুলে
জমানো প্রেম উজাড় করে বলেছিল
আমিও প্রেমে পড়েছি।