হে নব উৎজীবিত কন্ঠে একবার ডাকো
গুঠানো হাত করো প্রসারিত ।
তোমার প্রত্তাশায় অজো পৃথিবী বিভিষিকাময় ।
নক্ষত্র দিপ্তময়, রবি আলোকময়,
রবির আলোয় চন্দ্র মুখরিত হয়ে পৃথিবীর ছালাম পায়,
তবে তুমি কেন হতাশায়?
কিসের এতো ভয়, কিসের এতো সংশয়?
জগত বিখ্যাত বহু মুনিঋষিরা পুর্বে ছিল অতি নগণ্যময়।


হে নব,
জ্বলতে শেখো ঝলসে উঠো
অনলে ফোটাও ফুল,
হতাশাকে মাড়িয়ে কর্মে থাকো ব্যাকুল।
আজ তুমি নব কাল হবে আশার আলো,
দেখবে জাতিকুল।