সারি সারি দাড়িয়ে আছে
বৃষ্টি ভেজা থমথমে তাল সুপারির গাছ
মুঘল ধারার বৃষ্টিতে
ডুব মেরেছে খাবি খাওয়া মাছ।


সোনা বনে নোনা জলে টেউ তোলে সমিরে
কোলা ব্যঙের ঘ্যাঙর ঘ্যাঙে মাতালো তালে তালে।


টিনের চালে জলের ফোঁটার টিপটাপ ছন্দ সারাখন
বাদল দিনে একলা ঘরে সপ্ন বুনে মন।


পাখি হয়ে উড়ে যাব নিল আকাশের পানে
দেখব আমি কোথা থেকে জল গড়িয়ে পড়ে।


শালিক পাখির হুড়র বাসায় ছোট্ট দুইটা ছাঁ
ঝমঝমে এই বৃষ্টিতে ভিজে হলো সারা,,সংক্ষিপ্ত