দুবাহু যোরে জড়িয়ে আমার কানে কানে
ফিসফিসে সেই কথা
দুচোঁখের নোনা জলে ভিজনো সেই অক্ষত জামা
আজো যতন করে রাখা।
তোমার দেওয়া সুতি কাপড়ের
সেই রঙ্গিল রুমালে আঁকা
উজাড় করা ভালোবাসা।


সাদা কাগজে লেখা সেই খাম ছাড়া চিঠি
সবার চোখের আড়ালে
রোজ নিশিতে প্রদীপ নিভিয়ে পড়ি।
কত বোকা আমি
কারো পাবোনা যেনেও
তার সৃতি নিয়ে পাগলামি করি
সবকিছু বুঝেও অবুঝের ভান ধরি।


এখন তোমার নব যৌবনে দিচ্ছে দোলা
তাই পর্দার আড়ালে দেহ রাখা সম্ভাব না।
এখন তোমার পৃথিবীটা চৌদ্দ রঙ্গে রাঙ্গা
তাই দিঘল কালো কেশ আর ভালো লাগেনা।


শত ভোমরার গুনগুন গান কারো কানে বাজে
তাই আমার গান শুনলে এখন তার মাথা ধরে।
আমিও গিটারের পাঁচটা তার ছিড়ে
একটা তার রেখেছি পুসে
ভবের বাউল হয়ে ডুগডুগি বাজাবো বলে।