সেবাই কর্ম সেবাই ধর্ম
সেবাই যার মুল হাতিয়ার
তিনি হলেন ডাক্তার।
মনকে করে প্রসারিত
না বুঝিয়া জাত বর্ণ
আপন কিম্বা পর
দিবেন সর্বদা সুচিকিৎসা অসুস্থতার
তিনিই হলেন ডাক্তার।


জীবন থাকলে মরণ হবে
এটাই নিয়ম সৃষ্টিকর্তার,
ডাক্তার সুধুই হিল্লা
তবে চেষ্টা বরাবর।
বলি বারবার স্বরণ করিয়ে দিই আবার,
সুচিকিৎসা সবার মৌলিক আধিকার।