এই গোধূলিবেলায় শান্ত মোহনার কুলে
ঝিরি ঝিরি সমিরে কাশফুল দোলে
এমনো সময়, রঙ্গিল পাখনা মেলে
কোন সুদূর থেকে উড়ে এলে
এ হৃদয় নীলে।


শয়নে স্বপনে নয়নে নয়নে হৃদয়ের প্রতিটি কোনে কোনে
দিলে তোমার পিরিত মাখা সৃতি বুনে।


দেখে এমনো অচিনা পাখি
বিদয় নেয়া বসন্ত রয়েগেলো শীতের বাড়ি।
তাইতো তোমার নেশায় পড়ে
পৌষ মাঘ কাটিয়েছি বসন্ত ভেবে।


কখনো ভাবিনি যে
সে ছিল অতিথি পাখি আমার জীবনে
গ্রীষ্ম এলেই উড়াল দেবে
মায়ার বাধন ছিড়ে।