সুন্দরি তুমি চোঁখে চোঁখে রাখি
আবেগের রং তুলিতে তোরে সুধু আঁকি।
তোর মিষ্টি ঠোঁটের পাগল করা হাসি
ঐ বাঁকা চোঁখের চাহনিটা বড় ভালোবাসি।
আমি পাগল কবি সুধু তোরে ভালোবাসি
এই পাগলা গরদে বন্ধী হবে কি?


আমি সাগর তুমি নদী
আমি দক্ষিণা বাতাস তুমি সুগন্ধি
আমি নক্ষত্র  তুমি জ্যোতি
কলিজার ভিতর থেকে বলে তুমি মোর রানী।
আমি পাগল কবি সুধু তোরে ভালোবাসি।


আকাশ নীল নীল নদীর পানি
হব সোহাগ মাখা সেই নীল শাড়ী
ভালোবাসার পরশে রাখিব জড়িয়ে তোমার অঙ্গখানী।
নিঝুম রাত্রি বনে বনে জ্বোঁনাকি তারাই তারাই হাসি
তুমি সুধু একজন যারে ভালোবাসি।