দুধে আলতা গায়ের বরন,
মিষ্টি রুপের রানি ।
কমল হৃদয় শান্ত কৃতি
একটু অভিমানি।
মেঘ বরন কেশ,
লাল ফিতাই বাঁধা দুইটা বেনি।
ছলো ছলো দুটি আঁখি,
আলতো আলতো  চাওয়া।
দেখলে মানব ভুলবে জানি,
পৃথীবির সব পাওয়া।


পারুল নামের সেই মেয়েটা
যার জন্য পাগল ছিল
গায়ের শত যুবক কিম্বা বুড়া।
না দেব না তার তুলনা
রুপ নিয়ে জন্ম হলেও,
সে যে বড় কপাল পোড়া।
সদ্ধাই ফোঁটা ফুলটা
প্রভাতে পায় ঝরা,,,,সংক্ষিপ্ত।