প্রেমের পথিক প্রেম পত্র পাঠাইয়াছেন
                    পোষা পাখির পায়ে।
প্রিয়ার প্রত্তাশায় পথের পাশে
                    পুরানো পুকুর পাড়ে,
পবিত্রা পূর্নিমায় পহেলা প্রেমের পরশ পায়
                      প্রাণ পিনজিরায়।
প্রেমের প্রথম প্রথম
পাগল "প-য়ের" পাগলামিতে
                  প্রিয়ার পরান পুড়ে প্রেমময়।
প্রিয়ার পিতা প্রতাপ পাল
                  পাড়ার পুলাপান পোষাই।
পয়সা পেয়ে পাড়ার পোলাপানে
                  "প-কে" পিটাই।
প্রেমের পাগল "প" পিটানি পেয়ে
                   পালাইয়াছেন পাবনায়।
পাবলিক পয়সাওয়ালা পিতার পক্ষপাতী।
পরিশেষে পেয়েছি,
                   পয়সাকড়ির পিট পয়সাকড়ি।
পয়সাওয়ালা পিতার পুরি
                     প্রিয়াও পরিবর্তিত পাষাণী।