দন্ত ও জিহ্বা একই ঘরে করে বসবাস
একই কারখানায় একি কাজ করে বারমাস।
দন্তের কিছু হলে জিহ্বা যায় ছুটে
সেই দন্তই সুজোগ পেলে জিহ্বাকে দেয় কেটে।


দান্তিক মানুষের মন হয়তোবা বদলাতে পারে
দিতে পারে কিছুটা শান্তি শান্তনা আবেগের টানে
হতে পারে মহা মানব মানবি সর্ম্পকের ছলে
তবে সেটা ততোখন স্থায়ি রবে যতখন দন্তশূল না হবে।


ক্ষেত্র বিষেশ কাজ আর পাত্র বুঝে কথা
তোমরা যেটা বলো ছলনা
আমি বলি সেখানে ভালোবাসাই ছিলোনা,
ছিলো দান্তিকের আবেগিমনা


সব জমিতে জন্মে না চারা
মেঘ ডাকিলে বৃষ্টি হবে এটাও ভুল ধারনা
নদীর জলও হতে পারে ঘোলা।
প্রেমিক জনে প্রেমের জন্য জীবন দিতে
করবে না বিন্দু মাত্র দিধা
প্রকৃত ভালোবাসার জন্ম দিতে পারে,
সুধুই জিহ্বাজনা।