সকাল সাজে সন্ধা রাতে
স্নান করে হয় প্রবিত্রা
এক কাপুড়ে দেহ ঢেকে
শাঁখা বিনে সিঁদুর বিনে লক্ষি ঠাকুমা।


সদ্য তোলা ফূল আর
ধান দুবলায় সাজিয়ে পূজার থালা
ঘটি ভরা গঙ্গাজল
নগ্ন পায়ে ঠাকুরঘরে ধাওয়া।


ঠাকুরঘরের দরজা খুলে কুন্ঠা বাজিয়ে শুরু
শাঁক বাজিয়ে জয় দিয়ে ধুনচির ধোয়া উড়ু উড়ু।


হরে রামো, রামো রামো
নামোচ্চারণে প্রণাম করে গীতাপাটে মগনো।


হে কল্যাণময়, সংসারে শান্তি যেন পায়
করিওনা আশা হতো অভাবের তাড়নায়।
দূরার্গ্য থেকে দিও মুক্তি
বিপদেআপদে দিও ধর্যের শক্তি
ঔঁ শান্তি ঔঁ শান্তি ঔঁ শান্তি।