আমাকে তুমি তুমি ভেবে
রেখো তোমার মতো করে
কখনো নখে কখনো দুঠোঁটের পালিশে।
আমাকে রেখে তোমার রুপ দেখা আয়নাতে
দেখো নিদ্রা যাবার আগে কিম্বা পরে।
বিছানার চাদর কিম্বা কোলবালিশে
রেখো নিদ্রা ঘোরে সপ্ন করে।


পড়ার টেবিলে বসে অংক কষা খাতাতে
কবি হয়ে আঁকো রং তুলি বিনে
আমাকেই কাঁটো আমাকেই ছিড়ো হিনসুঁটে মনে।
আমাকে রেখো তোমার খামখেয়ালি মনে
দুষ্টু মিষ্টি কথার ছলে
কিম্বা কারণ ছাড়া অভিমানে।


আমাকে রাখো তোমার হাত ব্যাগ করে
যেথা যাবে সঙ্গে নিবে রাখবে জতন করে
আমাকে রাখো তোমার দুনয়নের কাজল করে
আমি তোমার সাথেই থাকতে চায়
               তোমার মতো হয়ে।