যখন রোজ প্রভাতে
টকবগে রক্তরাঙ্গা সূর্য্য ওঠে পূর্ব গগনে
সদ্য ভেজা দিঘল কালো কেশ ছড়িয়ে
চেয়ে থাকো জানালার পানে।
তখন খুব ইচ্ছা করে
তোমার মাতাল করা ঘ্রাণে মুগ্ধ হতে
হাত বাড়িয়ে ছুয়ে দিতে।


মাঝে মাঝে চাঁদের কিরণ ছড়াই ভর নিশিতে
ঝলমলে তারা জ্বলে জোঁনাকিরাও মিটি মিটি হাসে
সাক্ষী সবে কত কথা জানে।
মিষ্টি রঙ্গের শাড়িতে কোমল অঙ্গ ঢেঁকে
যখন দাড়িয়ে থাকো বারান্দার এক কোনে
তখন খুব ইচ্ছা করে
পিছন থেকে হাত বাড়িয়ে ছুয়ে দিতে
বুকের মাঝে খুব শক্ত করে জড়িয়ে নিতে।


মধুর সুরে মিষ্টি মিষ্টি রসালো কথার ছলে
আর একটি বার ভুলে থকতে চায় তোমার কোলে।
শিশির বিন্দু মত দুনয়নের ফোঁটা ফোঁটা জল ঝড়িয়ে
সার্টের কলার ধরে অনুনয় করে বলতে
বড় ভয় করে
তোমাকে ছাড়া একা একা থাকতে।
খুব ইচ্ছা করে
দুহাত বাড়িয়ে তোমায় ছুয়ে দিতে
চোঁখের অশ্রু মুছে চুম্মা এঁকে দিতে।