ছোট্ট একটা জীবন ছোট্ট ভালোবাসা
দুটি জীবন এক রশিতে বেধে মৃত্যুর প্রত্যাশা।
চলেছি গভীর রাতের পূর্ণিমায়
ভোরের শিশির ভেজা দুবলায়
বর্ষার গুড়ি গুড়ি জলে ফোটায়
কলার পাতা দিয়েছি মাথায়।


মেহেদী পাতার রক্ত লালে সাজিয়েছ দু হাত
হাওয়ায় ভাসিয়ে দেওয়া চিঠিতে বল সুপ্রভাত।
কখনো অভিমান, কাছে এসে ধরো ভান
নয়ন ফুলিয়ে বলো জান
তুমি মোর পরান।


তুমিতো খনেক কেঁদে চোঁখের জলে
মুছে দিয়েছ সব সৃতি
আমিতো কাঁদলেও চোঁখে আসেনা জল দুঃখের বাড়াবাড়ি।
যত কাঁদি ততোই মনে সাড়া দেও তুমি
বল ললনা বল তোরে কেমনে ভুলি।