ঘর থেকে বেরিয়ে;
খুব চেনা মুখ।
দশ মাস দশ দিনের মা।
আবছা অন্ধকার আবছা পৃথিবী।


চেনা অচেনার খেলা্।
বাবা ভাই বোন নাকি অন্য কেউ?
চেনা শ্বাসের গন্ধ
চেনা পথ চেনা ঘাট
চেনা দৃষ্টি সীমানার গণ্ডি।


হাঁটি হাঁটি পা…. পা
চেনা পাঁচটি বসন্ত।
পাঁচটি মোমবাতি পাঁচটি কেক;
কিম্বা;
শুধুই ত্রিশটি ঋতু পরির্বতন।
চেনা স্কুল চেনা কলেজ
জানা অজানার খেলা।
কৃষ্ণচূড়ার ছায়ায়;
কোমল হাতের গোলাপ।
চেনা সোডিয়াম আলো
চেনা পিচঢালা পথ।
চেনা মুখ চেনা কষ্ট
চেনা হাসি চেনা অশ্রু।
অসংখ্য মানুষের,
চেনা আর্তনাদ চেনা মতবাদ!
চেনা হাহাকার চেনা উন্মাদ!
চেনা ঘর চেনা বাড়ি।
পার্কে থাকা চেনা নারী
ইটে বসানো রান্নার হাড়ি।
চেনা পিচঢালা পথ।
অসংখ্য মানুষের চেনা মিছিল।
চেনা রাইফেল চেনা রক্ত!
চোরা মন্ত্রিদের মিছে ভাষণ
চেনা চামচার চোরা ভূষণ।
অনুভূতি ?
একটি গোলাপ একটি বাসর্
চেনা ঘর চেনা বাড়ি।
চেনা সংসার চেনা ঝংকার
চেনা ছেলে চেনা মেয়ে।
চেনা উত্থান চেনা পতন্
চেনা সত্তরটি বসন্ত।
চেনা পাকা চুল
চেনা ফোকলা মুখ
চেনা মসজিদ্
চেনা দৃষ্টি চেনা অসুখ।
অচেনা ঘর,
অচেনা অম্বর!
------------
২৫-০৬-২০০০ইং