তোমার চোখের কাজল করো আমায়।
স্নান শেষে চুলে বাঁধো
নীল ফিতে ভেবে।
বিকেলের কাপে নিতে পারো
তরল বিষন্নতা করে।
না হয় ;
সারা দিনের তর্জমা শেষে
ঘুম ভেবে নাও ঐ লাজুক চঞ্চুতে।
তোমার লিপস্টিকের প্রিয় রং
ভাবতে পারো আমায়।


ইচ্ছে হলে ভাবতে পারো
তোমার শাড়ির আঁচল।
ভাবতে পারো
তার নিপুণ কারুকাজ।
প্রিয় নারী ;
আমি তোমার নূপুর হতে চাই।
যদি না চাও,
নিতে পারো চুড়ি কিম্বা অঙ্গুরীয় ভেবে
পছন্দ হলে নাও
পুরোনো নোলক বাসন- কোসন
নতুবা ছেঁড়া বসন ভেবে।


নারী ;
যা খুশি ভাবতে পারো আমায়
ভালো মন্দ যখন ইচ্ছে হয় যা।
তবু তোমার অক্ষি ঘরে দাও
আমায় একটু ঠাঁই।
--------------