অনেক হয়েছে;
একা একা পথ চলা
একা একা গান গাওয়া,
আর সময়ের সংগমে ভাসিয়ে দেয়া
সংক্ষিপ্ত যৌবন।
শুধু;কিছু অনর্থক স্বপ্নে বিভোর থেকে
সাদা কাপড়ে সেরে ফেলা
বসন্তের সমাপনী অনুষ্ঠান।
বন্ধু; এই কি জীবন যৌবন!
ব্যক্তিগত বসন্তের কালান্তর প্রণয়।
না; পথের এখনো অনেক রয়েছে বাকী।
এবার মিটে যাক পুরানো সব
প্রণয়ের পঙক্তিমালার পাঠ।
একই স্বরলিপি তে হোক
একই সুর তালে ‘র গান।
বৃষ্টি জল আর মাটির গন্ধে
দূর হোক কলুষিত সময়।