আজ রোববার
কথা ছিলো আমায় চেনাবে
নতুন স্বচ্ছ পথ।
যে পথের ধুলো এখনো পড়েনি পায়ে।
দিন চলে যায় !
দিন চলে যায় !
যেমনটি যায়;অন্য সব বাকি দিন।
এমন অনেক রোববার’ই গেছে
অলিন্দে র জল তেষ্টা নিয়ে।


কথা ছিলো ;
আমায় নতুন নক্ষত্র চেনাবে
চেনাবে স্বপ্নের ছায়াপথ।
চাঁদের কালিমা কেমন করে মুছে দিতে হয়
শেখাবে তার কলাকৌশল।
বানাবে বলেছিলে,
বর্ষার কদম কিম্বা শালুক।
কি করে অধরে মাখতে হয় পৌষের রোদ
বলবে তার জ্যামিতিক সুত্রাবলী।


সন্ধ্যার তীরে গিয়েও
আমি চোখ বন্ধ করে থেকেছি,
তোমার চোখে ময়ুরের নাচ দেখবো বলে।
কোন এক বর্ষাতীতে ;
আমি ঠায় দাঁড়িয়ে ছিলাম
অন্তত একবার আসবে বলে।
কথা রাখনি তাই ;
করিম পেদার মেলা হয়নি দেখা।
কেনা হয়নি লাল ফিতে আর চুড়ি।
বাসন্তী ঘ্রাণ কে আমি বিষ ভেবে নিয়েছি
কারন ওতে ছিলনা তোমার নিঃশ্বাস।


এমন অনেক রোববার’ই তো গেল মিলা
কথা রাখনি।
তবু অপেক্ষায় আছি ;
আসছে রোববার, তুমি কোন প্রতিজ্ঞা ভঙ্গ করবে।


আজ রোববার !
--------------