আমার প্রিয়তমেষু আমার বোধ;
আজ তোমায় দেখলে
লজ্জায় অবনত হই সংকুচিত হই !
ব্যর্থতা আর বেদনার নির্মম কষাঘাতে
নির্যাতিত হই বারংবার।
চোখের জলের প্রকাশ;
সকরুণ আর্তনাদ।
নির্ভয়ে কিম্বা স্ব ভয়ে ,
মাটির খোলস থেকে বেরয় দীর্ঘশ্বাস।
মনে করিয়ে দেয়
সেই সব মাধবী সময় ;
দুই হাজার তের চৌদ্দ কিম্বা পনের
যা আজ শুধুই ধূসর স্বপ্ন
দগ্ধ সিগারেটের নিঃশেষিত জীবন।
অথচ; তোমার অধরে ছিল শরৎ শবনম
রাঙা প্রভাতে হাসতো লজ্জাবতী নারী।
খুঁজে নিত ভালবাসার ওম।
আনন্দ আবেগে উদ্বেলিত হতো
অনির্বাণ বন্ধু ও সময়।
যা আজ স্বার্থের উই পোকারা
খেয়ে করেছে ভণ্ডুল।
অথচ প্রিয়তমেষু ;
এমন অনেক দিনই গেছে
যখন তোমায় দেখলে আনন্দে উচ্ছ্বসিত হতাম।
রক্ত রেণু তে ভাসিয়ে দিতাম
অসংখ্য শাপলার অনিন্দ্য হাসি।
মনের অজান্তেই খুঁজে নিতাম
আমার প্রিয় পুত্র মুখ।
যা আজ ; ক্ষুধার্ত নেকড়ের থাবায়
প্রতিনিয়ত করছে আত্মচিৎকার।
----------------------------