আমার দিকে একটিবার তাকাও!
শুধু একটিবার।
দ্বিতীয় তৃতীয় কিংবা তার অধিক নয়
আমি প্রথম এবং শেষবারের কথা বলছি।
তুমি আমার চোখের দিকে তাকাও ;
একটি স্বচ্ছ জলের ধারা দেখতে পাবে
যে জলের স্বাদ কিছুটা নোনা হবে হয়তো।
চোখের আরো গভীরে তাকাও;
ধীরে... ধীরে... চলে যাও আরো গভীরে,
একটি মরা নদী দেখতে পাবে!
আরেকটু যাও ; একটি বিষন্ন পাহাড়!
যেতে থাকো আরো
ঘন অরণ্য।
সবুজের ছোঁয়া নেই কোথাও
বিষন্নতায় ডুবে থাকা ধূসর বর্ণ।
একটিবার'ই তো নাহার
আরেকটু যাও!
যতদূর চোখ যায় ;
ধুঁ... ধুঁ... বালু পথ
যেন আর কিছু নেই......
কিছু নেই.........
কিছু নেই...........!
এরপর পড়ে থাকা হৃদপিণ্ড
ভেসে আসা শব্দ।
নাহার......
             নাহার....….
                             নাহার.......!