তোমরা কবি-রা ; কত কিছুই না পারো
শব্দ আর সপ্ন ভাঁজে গড়ে তোলো স্বর্গরাজ্য।
আমি স্বর্গরাজ্য চাই না,
আমি এক মুঠো সোনা রোদ চাই।
বিকেলের রাঙা মুখ
চাঁদের ফুল ছড়ানো হাসি
আর; শিশিরের ছোঁয়া চাই।
আমি মাঠ ভরা ফসল চাই
কৃষাণীর হাসি চাই
নূপুর পায়ে কিশোরী চাই
মায়ের ঘাম মোছানো আঁচল চাই।
আমি চাই রাখাল আবার গরু নিয়ে ছুটুক
বেলার বাগানে চম্পা চামেলি ফুটুক।
ফিরে আসুক পালা গান
মতি মিয়ার মেলায় ঘুরে,
জুড়ুক সবার প্রাণ।
বিশ্বাস কর কবিগণ;
তোমাদের স্বর্গরাজ্য আমার কোন লোভ নেই।
আমি কেবল মাটির গন্ধ টুকু চাই।