আমি রাজাকার বলছি ;
জন্ম পনেরো এপ্রিল, ঊনিশ শত আটাত্তর।
সত্যি বলছি মাইরি ;
আমি এই প্রজন্মে র রাজাকার।
আমি তোমাদের স্বাধীনতার বিরোধী।
যদি চাও ;
ফাঁসি দাও আমায়।
ক্ষুদিরামের মতো হাসতে হাসতে
ফাঁসিতে ঝুলবো।
তবুও বলবো ;
তোমাদের এই স্বাধীনতা আমি চাইনা।
অবুঝ শিশুর আঁকা ছবির মতো
মানচিত্র আমি চাইনা।
আমি চাইনা তোমাদের গণতন্ত্র
যে মন্ত্রে ;
এখনো বুটের লাথি খেতে হয়
গুলি খেতে হয়
ধর্ষিত হয় নারী !
ইচ্ছে হলেই জ্বালিয়ে দেয়
একে অন্যের বাড়ী।
আমি চাইনা এমন স্বাধীনতা
আমি চাইনা এমন মানচিত্র।
যে মানচিত্রে থেকে ;
অহর্নিশি বুকে বাজে
আলোচিত সেই লেখা
“ধরা যাবেনা ছোঁয়া যাবে না বলা যাবে না কথা
রক্ত দিয়ে পেলাম শালার এমন স্বাধীনতা !”
সত্যি বলছি মাইরি ;
রক্তের দাগ ছেঁড়া শরীর
আমার আর ভালো লাগে না।
ভালো লাগে না
মাতাল পাষন্ডের শীৎকার
আর; জারজ শিশুর চিৎকার।
আমি রাজাকার ,
এই প্রজন্মে র রাজাকার।
সত্যি মাইরি ;
আমি পারবোনা বাঈ জী নাচাতে
পতাকা হাতে মানচিত্র খেয়ে
ক্ষুধার দাহ মেটাতে।
আমি পারবো না
মায়ের আঁচল ছিঁড়ে
উড়জে দাঁত বসাতে।
আর ;ভালোবাসার জলের সাথে
শঙ্খবিষ মেশাতে।
তবু ; আমি রাজাকার
এই প্রজন্মে র রাজাকার।