ইচ্ছে ছিলো;
হেমন্তের আকাশে ওড়াবো স্বপ্নঘুড়ি
লাল নীল বেগুনী।
সুনিপুণ হাতে ধরবো লাটাই
ভ্রমরে বাতাসে হবে কানাকানি।
ইচ্ছে ছিলো;
শীতের সকালে মাড়াবো ঘাসে পা।
খেজুর রসে ভিজিয়ে গলা
লেবু পাতায় রং চা।
ইচ্ছে ছিলো;
বর্ষার প্রথম কদম হবো আমি।
খোঁপায় গুজে আলতা রঙে
সাজঁবে বৌ-রানী।
ইচ্ছে ছিলো;
উত্তাল হাওয়ায় আমরা কজন
ভাসাবো মোদের তরী।
ছুটবে সাথে পাল উড়িয়ে
সবুজের অম্বরী।
ইচ্ছে ছিলো;
শাবল হাতে কর্ষণ হবে মাটি।
গায়েঁর বঁধু দুঃখ ভুলে
হাসবে রুপোর হাসি।
শপথ ছিলো;
গহীন বনের পথ মাড়াতে
ভয় পাবোনা আর।
যতই থাকুক কুন্ডলী মেরে
রাসেলস ভাইপার।
এখন ইচ্ছেরা সব;
ধূসর রঙে স্বপ্ন হয়ে ওড়ে,
কথাগুলো পথের পিচে
হোচঁট খেয়ে মরে।
---------------