ভাবছি আজি;
খুব সকালে বেড়াতে যাব
নরম আলোর চিবুক ছোঁব।
সকাল টি আজ একটু ভেজা
ঠিক বৃষ্টি ছোঁয়া কাপড় ভেজা।
সকাল কে তাই শুকোতে দিলাম
দুপুর রোদে নাক ছোঁয়ালাম।
ভাবছি এবার ;
দুপুরকে'ই বেশ বন্ধু করে
ঘুরতে যাব পাহাড় দেশে।
পাহাড় দেশে হারিয়ে যাব
ঝরনা জলের অঙ্গ ছুঁয়ে পাগল হব ।
এই না ভেবে ব্যাগ গোছালাম
রোদ চশমা টি খুঁজতে গিয়ে
দুপুর ছেড়ে বিকেল পেলাম।
কি আর করার!
এবার না হয় বিকেল ছোঁব।
লাল টুকটুকে গালের টোলে শরাব খাব
মাতাল হব রাজার মত।