(শ্রদ্ধেয় বড় ভাই আলতাফ এর মৃত্যু অনুভবে)


সুতো হীন হল একটি ঘুড়ি
খসে পড়লো একটি পাতা।
প্রাণ বায়ু টা উড়ে গেল
কোথায় গেল কেউ জানে না!
দীর্ঘশ্বাস সব ঘুরে মরে
বাড়ির উঠোন রাস্তার মাথা।
চেয়ে দেখো গুমড়ে কাঁদে
পুরনো সেই বটগাছটা।
গাছের কোলে কেউ বসে না
বাউল গান ও কেউ ধরে না।
কেউ বলে না গানের সুরে
গাঁয়ের লোকের প্রাণের কথা।
বিষন্ন আজ সবার হৃদয়
হারিয়ে গেল রং তামাশা।
সুতো ছেঁড়া মানুষগুলো
কেবলই খোঁজে ভালোবাসা।