হাসির গল্প কেউ বলে না আজ আর হাসি নাই,
হাসছে যারা নকল হাসি হৃদ মাঝারে নাই।
সুখ পাখিটা মরে'ই গেছে দুঃখের মালা পড়ি
ভালোবাসা হারিয়ে গিয়ে করুণার ছড়াছড়ি।
দরাজ গলায় বলেন যারা দেশকে ভালবাসি
ভালোবাসার মুখোশে শুধু কুকুরের কাড়াকাড়ি।
শহীদ দিবস ২৬ শে মার্চ সব'ই আজ মিথ্যে
মিথ্যে আজি বিজয় দিবস ব্যস্ত মধু চাটতে।
ব্যস্ত আজি লুটেরা সব খেতে লুটেপুটে
অসহায় আর গরীবদের আজ স্বপ্ন গেছে টুটে।
শরৎ এলেও কাশফুল রানী দেয় না অধর ছুঁয়ে
হেমন্তে আর সোনার জমিন হাসে না সোনার ধানে।
রাখাল এখন বাজায় না বাঁশি গলায় সাধে না গান
কৃষক কৃষাণীর ওষ্ঠাধরে হাসে না আগের প্রান।
গভীর রাতে ঢেঁকির শব্দ কেউ তোলে না আর
জোছনা মেখে কেউ বাঁধে না জারি সারি গান।
পিঠা পায়েস হাসি ঠাট্টা সবাই গেছে ভুলে
গোমড়া মুখে তাইতো সবার মৃত জীবন কাটে।