ব্যালকনিতে দাঁড়িয়ে ;
চাঁদের যৌবনে মেঘের মতো ভাসছো তুমি
দখিনা বাতাস ছুঁয়ে যাচ্ছে তোমার যৌবন
      এবং তোমাকে।
আমিও ছাদের কার্নিশ ঘেঁষে
   তোমাকে দেখছি।
আমি চাঁদ দেখি না তোমাকে দেখি
     তোমার অবয়ব দেখি।
আমি তোমার চোখ ফুল দেখতে পাচ্ছি না
তোমার নাসিকা তোমার অধর গালের টোল
এর কিছুই দেখতে পাচ্ছি না।
তবুও আবছা আলোয় তোমার শরীরের ছন্দ,
আমায় আন্দোলিত করে।
আমি ছুঁতে পারি না!
চাঁদের জলে তেষ্টা মেটাতে পারি
চোখ ফুল ভেবে তারা ফুল দেখি ।
দখিনা বাতাসে অলোক ছন্দ দেখি
অলোক ভেজা বাতাসের গন্ধ শুঁকি।
আরেকটু না হয় থাকো ;
ব্যালকনিতে দাঁড়িয়ে।
বাতাস শুষে নেবে তোমায়
আর আমি............!