আর নয় প্রতীক্ষা!
এবার বিনাশ চাই আপন অক্ষি গোলকের।
যে অক্ষি গোলক ;
হন্তারকের বিরুদ্ধে জ্বলে উঠতে পারে না
রাষ্ট্রের কোন প্রয়োজন নেই সেই অক্ষি গোলকের।
বিনাশ চাই এ-ই মেধা ও মননের।
যে মেধা, যে চিন্তা কোন কাজেই আসে না
রাষ্ট্রের স্বাধীনতা রক্ষায়।


আমি চাই ;
স্থবির হয়ে যাক আমার পা।
যে পা মিছিলে যেতে পারে না
যে পা পিশাচের বুকে উঠতে পারে না
সে পা রাষ্ট্রের জন্য অচল বোঝা মাত্র।
আর নয়!
অনেক থেকেছি প্রতীক্ষায় ।
প্রতীক্ষায় থেকেছি একজন কবির জন্য
প্রতীক্ষায় থেকেছি একটি কবিতার জন্য।
ভেবেছিলাম এমন একটি কবিতা রচিত হবে
যা প্রকাশ হওয়া মাত্র'ই;
প্রতিবাদে ফেটে পড়বে সমগ্র শহর ও বন্দর
রাস্তায় বেরিয়ে পরবে কিশোর যুবক বৃদ্ধ।
আগুনে দাউদাউ করে জ্বলবে শোষকের হাড়।
প্রতীক্ষায় থেকেছি একটি গানের জন্য।
যে গান গাওয়া মাত্রই;
প্রেমময় হয়ে উঠবে সারা শহর
একজন মা জড়িয়ে ধরবেন তার সন্তানকে।
একজন প্রেমিক তার প্রেমিকার হাত ধরে
উড়তে থাকবে শূন্যে।
কিন্তু না; সেই কবি, কবিতা বা গান
কিছুই আসেনি আজও।
যে কবিতা বা গান;
নৈতিকতা র পরিবর্তন আনতে পারেনা।
যে কবিতা বা গান ;
কলুষ মুক্ত করতে পারে না সমাজ।
রাষ্ট্রের কোন প্রয়োজন নেই
সেই গান ও কবিতার।
অতএব বিনাশ হোক;
অপ্রয়োজনীয় সব কবি কবিতা ও গান।