তৈরি থেকো বসন্ত এলে
ধরবো সবাই গান,
কৃষ্ণচূড়ার অধর ছুঁয়ে
করবো ঐকতান।
ইচ্ছে হলে শালিক হবো
খয়েরী গাঁদা ছুঁয়ে,
বুনো হংস সেজে ভাসবো
আড়িয়াল খাঁ র জলে।
সাদা মেঘ ও হতে পারি
চাইলে ভালোবেসে,
বক হয়ে উড়তে হবে
থাকতে হবে পাশে।
মৌ পতঙ্গ হতে পারি
নাহার যদি চায়,
ফুল হয়ে ফুটতে হবে
আমার আঙিনায়।
রোদে পুড়ে খাক হতে পারি
গ্রীষ্মের ছোঁয়া পেলে,
প্রিয়া যদি থাকে পাশে
একটু ভালোবেসে।