এ দাবি ছড়িয়ে যাক
রক্ত কণা থেকে মৃত্তিকা কণায়।
যদি না ছড়ায় পুড়ে হোক ছারখার
তবুও চাইনা ঔরসজাত অনাচার।
মাছ ভাতের লোভ কখনোই ছিল না
ছিলনা অট্টালিকার অভিলাষ।
শাক ভাত পেলেই মহা খুশি থাকি
খুশি নিশ্চয়তার নিঃশ্বাস পেলে দ্রাবিড় বাংলায়।
মায়ের বুকে সন্তান ঘুমোবে
সুন্দর দিনের নিশ্চয়তায়।
কৃষক ন্যায্য মূল্য পাবে তার ফসলের
শ্রমিকও তেমন টি পাবে নির্ভাবনায়।
শাপলা হাসবে বিলের জলে
হাসবে ফুল আঙ্গিনায়।
ছিড়বে না কেউ হিংস্র হাতে
থাকবে না খুন ভাবনায়।
মারামারি আর হানাহানি ভুলে
যাপিত হবে দিন সবুজ ভালোবাসায়।