একুশ আমার গল্প কবিতার
সজীবতা আর ছন্দ,
থরে থরে সাজানো কথা ও বইয়ের
প্রাণখোলা শব্দ।
একুশ আমার গায়ের চুমু
ভালোবাসার অহংকার,
একুশ  আমার স্বাধীনতা যুদ্ধের
খুলে যাওয়া রুদ্ধদ্বার।
একুশ আমার সবুজ ফসল
কৃষাণীর হাসি,
শুক্ল পক্ষের রাত গভীরে বয়ে যাওয়া
চাঁদের নদী।
একুশ আমার দাদুর মুখে
রাজার গল্প শোনা,
বাবার চোখে স্নেহ মমতায়
জীবনের স্বপ্ন বোনা।
একুশ আমার দুধ সাদা মেঘ
উড়ে  যাওয়া গাংচিল,
ভুল মানুষ, আর ভুলে যাওয়া পথের
কষ্টে সাজানো নীল।
একুশ আমার পিচ ঢালা পথের
ঝরে পড়া তাজা রক্ত,
একান্ন বছর বয়স পেরিয়ে ফের
পাশ্চাত্য লোনায় লুপ্ত।
তবুও আমায়; একুশ আজো
ভালোবাসতে বলে,
নেচে গেয়ে যায় বাংলার জমিনে
সুনিপুণ ছন্দ তালে।
---------------------