কি আশ্চর্য! ভুলেই যাচ্ছি সেই শিশুটির কথা
যে শিশুটি কাঁদছে একা শরীর রক্ত মাখা।
যে শিশুটি জানে নাকো কোথায় বাবা-মা
ডাকবে না কেউ আয়না বুকে, আমার লক্ষী সোনা।
যে শিশুটি ধ্বংসের মাঝে চিৎকার করে কাঁদছে
রক্তে ভিজে ভয়ার্ত চোখে মায়ের মুখটা খুঁজছে।
কি আশ্চর্য! ভুলেই যাচ্ছি সেই ভাইটির কথা
বাঁচাতে ভূমি যে ভাইটির জীবন যুদ্ধে গাঁথা।
আল-আকসা মসজিদের লাগি যে ভাইটি মরছে
ছেড়ে যাওয়া তার স্বজনের খবর, কেউ নাহি রাখছে।
ঘড়ির কাঁটায় যাচ্ছে সময় রকেট মিসাইল পড়ছে
শিশু কিশোর যুবক বৃদ্ধ বিনা নোটিশে মরছে।
মরছে মানুষ বাঁচাতে জীবন বাঁচাতে পুণ্যভূমি
কান পেতে শোনো কাঁদছে বাতাস কাঁদছে পথের ধুলি।
মুসলিম তুমি কেমনে হাসো ঘুমিয়ে কাটাও নিশি
গগনে তাকাও আসছে ভেসে গাজার আহাজারি