খাদ্য দাও
      বস্ত্র দাও
           অধিকারের কথা বলতে দাও!
জনতার কন্ঠ ছিঁড়ে বেরয় রক্ত।
অথচ ভাবলেশহীন তোমার পথচলা
নির্মম তুমি!
রক্ত চক্ষুকে আড়ালে রেখে
হাসে তোমার কাজল চোখ।
যেন কোথাও ক্ষুধা নেই
চাহিদা নেই
         চিৎকার নেই
                   কোথাও মৃত্যু নেই!
জীবনের বিনিময়ে যেন ফোটে
তোমার বাগানের চন্দ্র মল্লিকা।
তোমার আঙুল থেকে ঝরে রক্ত
তোমার মুখ থেকে ঝরে রক্ত!
অথচ তুমি দেখতে পাওনা কিছুই।
তোমার বাতাসে উড়ে বেড়ায়
কেবলই সুতোয় বাঁধা গল্প।
ওঝার দেয়া নিয়ম আর নিয়ম করা শাসন
নিয়ম করা শোষণ আর জ্বলে ওঠা ভাষণ!
যে ভাষণ একদিন মরতে শিখিয়েছিল
যে ভাষণ একদিন বাঁচার মন্ত্র শিখিয়েছিল।
সেই ভাষণ'ই আজ যেন শোনায় ঘুমপাড়ানি গান।