না; খুব জটিল কিছু নয়।
সেদিন পৃথিবীকে গর্ভধারণ করেছিলো সূর্য
তার'ই পরিক্রমায়;
ক্ষণিকের জন্য বেঁধেছিল তুমুল আলোড়ন।
অনুভূতিতে কম্পমান জন্মদাতা র রক্ত কোষ
এরপর; শুধুই ভালোবাসা স্বপ্ন আর সময়ের ধুকপুক।
সময়ের সাথে সাথে বাড়ে সূর্যের বিচ্ছুরণ
বাড়ে পৃথিবীর পদাঘাত।
পরিশেষে সেই স্বাভাবিক নিয়মের
সবুজ কষ্টের গর্ভ সঞ্চার।
পৃথিবী!


অতীতে এমন অনেক হয়েছে গর্ভধারণ ও গর্ভ সঞ্চার।
তদ্রূপ; ভালোবাসা পদাঘাত সবুজ কষ্ট
এসব’ই ছিলো সময়ের শিকলে আবদ্ধ।
সূর্য কখনো হাসে কখনো কাঁদে !


হয়তো উনিশ শত সত্তর এর নির্বাচন
কিম্বা তারও আগে,
অসংখ্য মানুষের রক্ত গর্ভে ধারণ হয়ে
সবুজ আর নীল কষ্টে, নয় মাস পেরিয়ে
ভূমিষ্ঠ হলো স্বাধীনতা।
এখন মৃত্তিকা মা, আমাদের সূর্য
প্রতিনিয়ত সহ্য করে শুয়োরের পদাঘাত
আর জলাতঙ্ক দাঁতে ছিঁড়ে খায় তার দুগ্ধ বাট।
-------------------------