মিছিল মিটিং আর জন সভায়
উত্তাল রাজপথ,
নিষ্পেষিত মন দুরন্ত পা
হয়ে যায় শ্লথ।
সদা ভয় হয়, কি জানি কি হয়!
বুকের রক্তে কেবল
শিকল পড়তে হয়।
আমরা সদা আবাল জনতা
বলির পাঠা সাজি।
আপনা মাথা বিলিয়ে দিয়ে
অন্যের মুকুট কিনি।
ওরে ও মানুষ ; কৃষক মজদুর
এবার শক্ত হ,
শোষকের জন্য আর নয় জীবন
পাওনা বুঝিয়া ল।
দিয়েছিস অনেক ঘাম ও রক্ত
পিশাচ পাষণ্ডের লাগি,
জেগে ওঠ এবার আর নয় ধোঁকা
স্বাধীনতা নে কারি।