তেনারা আজ;
চুষে খাচ্ছে আমের বিচি
খুলবে খাচ্ছে তাল।
অভাগা র দল সংসার চালাতে
ছিঁড়ছে মাথার বাল।
তাদের জন্য ;
দুধ সাদা মেঘ আকাশে
রঙিন বেলুন ওড়ে।
আমাদের শুধু বুক ধুকপুক
জঘন খানা ফোলে।
তাদের চোখে ;
জনতার অশ্রু বৃষ্টি মনে হয়,
জনতা'ই বোঝে
কতটা অশ্রু জলে নোনা জমা হয়।